চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজারে একটি প্রতিষ্ঠানের একাউন্টস অফিসার এসএম মঈন উদ্দিন প্রকাশ তন্ময়কে হত্যার দায়ের প্রতিষ্ঠানের বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নিহার রিছিল (৫১) শেরপুর জেলার নলিতা থানার মায়াখাসী গ্রামের খরিপ সাংমার ছেলে।
আজ রবিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ ড.বেগম জেবুন্ নেছার আদালত এ রায় দেন।
মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ জানান, ১২ জনের সাক্ষ্যপ্রমাণে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নিহার রিছিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০২২ সালের ৩১ জানুয়ারি লালখান বাজারে হাইপিরিয়ন ভবনের তৃতীয় তলায় তিলোত্তমা গ্রুপের মেসে অফিসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে এস এম মঈন উদ্দিনকে ছুরিকাঘাত করে নিহার রিছিল। পরে মৃত্যু নিশ্চিত করতে হাতুড়ি দিয়ে মুখের ডান পাশে আঘাত করে। খবর পেয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার গুরুতর আহত অবস্থায় মঈন উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্ত্যবরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত এসএম মঈন উদ্দিনের ছোট ভাই এসএম আমিন উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২৯ জুন আদালতে অভিযোগ পত্র জমা দেয় পুলিশ। ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
পূর্বকোণ/পিআর/এএইচ