চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

চবির শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩ | ২:৩৭ অপরাহ্ণ

চবির শিক্ষার্থীদের বাহন শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ের রানিং স্টাফদের সংগঠন ‘বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।’

 

সংগঠনটির প্রচার সম্পাদক শফিকুল আলম জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের ৬ দফা দাবি ছিল। তা পূরণের আশ্বাস দেওয়ায় দুপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

একই তথ্য জানিয়েছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন। তিনি জানান, সকাল থেকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেন না চললেও দুপুর ২টা ৫০ মিনিটের ট্রেন যথারীতি চলাচল করবে।

 

এর আগে রেলওয়ে রানিং স্টাফদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রক্টর নুরুল আজিম শিকদার ও প্রধান প্রকৌশলী তাপস কুমার দাশ এসময় উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৬ দাফা দাবি দেওয়া হয়।

 

এ বিষয়ে চবির প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘আমরা ট্রেন চলাচলের বিষয়ে রেলওয়ে রানিং স্টাফদের সংগঠনের সঙ্গে কথা বলেছি। দুপুর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তাদের কিছু দাবি দাওয়া রয়েছে। তা পূরণের আশ্বাস দিয়েছি।

 

গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শাটল ট্রেন বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়। সেদিন রাত ৯টার দিকে চৌধুরীহাট রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য লোকজন মিলিয়ে ২০ জনের মতো আহত হন। গাছের ডালের সঙ্গে লেগে এ হতাহতের ঘটনা ঘটে। এরপর চবিতে বিভিন্ন স্থাপনা ও গাড়ি ভাঙচুর করেন কিছু শিক্ষার্থী। এ ঘটনায় গতকাল (শনিবার) হাটহাজারী থানায় দুটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট