চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. জসিম ওরফে দিদারুল ইসলামকে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার জসিম রাঙ্গুনিয়ার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার মৃত মেহেরুজ্জামানের ছেলে।
শনিবার (৯ সেপ্টম্বর) নগরীর চাদগাঁও থানাধীন খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার খাজা রোড এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম গ্রেপ্তার এড়াতে ২৬ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ