চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সমন্বয়হীনতা মাস্টারপ্ল্যান বাস্তবায়নে প্রধান বাধা

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থাগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেই প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন তারা। এ কারণে বন্দরনগরী চট্টগ্রামের সমস্যাসমূহের স্থায়ী কোনো সমাধান হচ্ছে না বলে তারা জানিয়েছেন।

 

গতকাল সকালে দৈনিক পূর্বকোণের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে ‘নগরীর মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন কতদূর’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

 

দৈনিক পূর্বকোণ আয়োজিত গোলটেবিল আলোচনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য স্থপতি আশিক ইমরানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।

 

আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মোজাম্মেল হক, চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম মৃধা, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহবুবুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ আবু ঈসা আনছারী, মাস্টারপ্ল্যান প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার ড. আহসানুল কবীর, মাস্টারপ্ল্যান প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার ড. নুরুল হাসান।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট