চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পাজেরো জিপের চাপায় জামাল উদ্দিন (৩২) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। এ সময় বাইকচালক জাহেদুল ইসলাম নয়ন (৩০) আহত হয়েছেন।
নিহত জামাল উদ্দিন সন্দ্বীপ উপজেলার কামাল পাশার ছেলে। জামাল ও জাহেদুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) টোল রোডে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন। তিনি জানান, গতকাল সন্ধ্যায় অফিসে যাওয়ার সময় টোল রোডে একটি পাজেরো জিপ গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এতে জিপের চাপায় গুরুতর আহত হয় বাইক আরোহী জামাল উদ্দিন। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় বাইকচালকও আহত হয়েছে। সে চিকিৎসাধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ