চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চবির শাটল ট্রেনে দুর্ঘটনা, উত্তাল ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:২১ অপরাহ্ণ

শাটল ট্রেনে গাছের ধাক্কায় ২০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার প্রতিবাদ ও শাটল ট্রেনের বগি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার শাটল ট্রেন ক্যাম্পাসে এসে পৌঁছালেই শিক্ষার্থীরা নেমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেন। এ সময় তারা আগুন জ্বালিয়ে প্রশাসনের কাছে শিক্ষার্থী আহতের জবাব ও শাটল ট্রেনের বগি বাড়ানোর দাবি জানান। এছাড়াও জিরো পয়েন্টে অবস্থিত পুলিশ বক্সে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা।

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট