চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩৮ জন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

 

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, ডেঙ্গুতে মারা যাওয়া দু’জন হলেন- আকলিমা আক্তার (৩৬) ও এনামুল হক (৪৬)।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত দুইজনের মধ্যে আকলিমা আক্তার নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে গত ৬ সেপ্টেম্বর ভর্তি হন।

 

অন্যদিকে, এনামুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। দুইজনই গতকাল রাতে মারা যান। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৫৮ জন। এর মধ্যে সেপ্টেম্বরে মাসে মারা গেছে ৫ জন।

 

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ১৩৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬২০ জন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট