চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় ফুটবল খেলতে গিয়ে সাগরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলেপাড়ার বারুণীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন অন্তর (১৬) খুলশীর ফয়েস’লেক এলাকার মো. আরজুর ছেলে। সে পাহাড়তলী থানাধীন ঝাউতলা হাইস্কুলে নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের চাচা তানভীর হোসেন সুমন বলেন, গতকাল বিকেলে ৮ বন্ধু মিলে সাগর পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে পা ধোয়ার জন্য সবাই সাগরে নামে। এ সময় জোয়ারের পানিতে সবাই পানিতে তলিয়ে যায়। সাঁতার কেটে সবাই কূলে উঠতে পারলেও অন্তর উঠতে পারেনি। পরে তার বন্ধুরা জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে থানা থেকে আমাদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান পায়নি। পরে রাত সাড়ে ১০টায় রাতে তার মরদেহ ভেসে উঠলে সেটি উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়নমিত্র বলেন, বিকেলে খেলতে গিয়ে সাগরে পানিতে ডুবে যায় অন্তর নামে এক কিশোর। তাকে অনেক খোঁজার পর রাত সাড়ে ১০টায় সাগরে তার মরদেহ ভেসে উঠে। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ