চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ কে প্লাজার ২য় তলায় বেস্ট বাংলা ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে থাই ভিসা এপ্লিকেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
বেস্ট বাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের প্রোপাইটর এসএম মঈনুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান আরশাদ হোসেন সেলিম, সিল্কওয়েজের জেনারেল ম্যানেজার এমডি তরিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার উম্মে সাঈদা জুমি, অ্যাসিট্যান্ট ম্যানেজার, খাজা আলী আবেদ, ভিসা কো- অর্ডিনেটর এম ডি মাইনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, এই প্রতিষ্ঠান দেশের ট্যুরিজম শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। থাই ভিসা সেন্টার উন্নত ও মানসম্মত সেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ