চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাগরে লঘুচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ

আগামী তিন দিনে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময় চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাতের আভাস রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস সম্পর্কে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রামসহ ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কমার আভাস থাকলেও অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

 

এদিকে আজ ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি এবং ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ : দক্ষিণ /দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে যা অস্থায়ীভাবে ২০-২৫ কি. মি বেগে অথবা আরো অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয়: আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে।

 

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৩টা ১৫ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১০টা ৭মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৩ টা ৩৫ মিনিট এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১০ টা ২৩ মিনিটে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট