আগামী বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রার আয়োজন করেছে জম্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। মহাশোভাযাত্রা ও অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য রাস্তাসমূহে সকল প্রকার যান চলাচলে নির্দেশনা দিয়েছে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন এ নির্দেশনা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লার জেএম সেন হলে আগামী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে শনিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত ৫ দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। উৎসবের অংশ হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর বুধবার শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসবের ঐতিহাসিক বর্ণাঢ্য মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হবে। উক্ত মহাশোভাযাত্রা ও অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য নিম্নলিখিত স্থান ও রাস্তাসমূহে সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কে.বি আবদুস সাত্তার রোড কেন্দ্রিক : নগরীর আন্দরকিল্লা (মোমিন রোড) কে.বি আবদুস সাত্তার রোডের প্রবেশ মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কে.বি আবদুস সাত্তার রোড দিয়ে আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত জে.এম সেন হলে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
গণি বেকারী কেন্দ্রিক : নগরীর গণি বেকারী মোড় থেকে জে.এম সেন হলমুখী ও দারুল উলুম রোডের সংযোগস্থলে কে.বি আবদুস সাত্তার রোড মুখে (গুডস্ হিলের সামনে) রোড বল্ক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কে.বি আবদুস সাত্তার রোড দিয়ে আগামীকাল ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ৯ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত জে.এম সেন হলে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
মহাশোভাযাত্রা চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণ : নগরীর আন্দরকিল্লাস্থ জে.এম সেন হলে আগামী ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জম্মাষ্টমী উপলক্ষে মহাশোভাযাত্রা জে.এম সেন হল থেকে আন্দরকিল্লা মোড়-বক্সিরহাট মোড়-লালদীঘির পাড়-কোতোয়ালী মোড়-নিউ মার্কেট-আমতল-রাইফেল ক্লাব-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা)-বৌদ্ধ মন্দির-মোমিন রোড-চেরাগী পাহাড় হয়ে জে.এম সেন হলে এসে শেষ হবে। উল্লেখিত সড়কসমূহে ধর্মীয় বর্ণাঢ্য মহাশোভাযাত্রা চলাকালীন সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
পার্কিং ব্যবস্থাপনা : জে.এম সেন হলে শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে অনুষ্ঠিতব্য মহাশোভাযাত্রায় আগত পূন্যার্থীদের বহনকারী যানবাহনসমূহ নগরীর সিআরবি সাত রাস্তার মাথায় ও আউটার স্টেডিয়াম (এম.এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন)-এ পার্কিং করবে। মহাশোভাযাত্রায় সুষ্ঠু চলাচল নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শুভ জম্মাষ্টমী উৎসব সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ