সংস্কৃতিকর্মী ও সংগঠক আলাউদ্দিন খোকন (৫০) আর নেই। নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে মরদেহ ফিরোজশাহ এলাকার বোনের বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে রাখা হবে আলাউদ্দিন খোকনের মরদেহ। জোহর নামাজের পর ফিরোজশাহ বড় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর লাভলেইনের ভাড়া বাসা থেকে জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বীরাঙ্গনা রমা চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় যাওয়ার পথে অসুস্থতা বোধ করলে তাকে চমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
গ্রামের বাড়ি বরিশালে হলেও তিনি পরিবার নিয়ে চট্টগ্রামেই স্থায়ী ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি প্রয়াত লেখিকা ও বীরাঙ্গনা রমা চৌধুরীর ছায়াসঙ্গী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
পূর্বকোণ/এসি