চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

অগ্রগ্রাহীর যুগপূর্তি উৎসব

মেধার সাথে নৈতিকতার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

বিজ্ঞপ্তি

৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ

তরুণ ছাত্র সমাজের মেধা, মনন ও আত্মগঠনের ব্যতিক্রমী সংগঠন অগ্রগ্রাহীর একযুগ পূর্তি উৎসব ২ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালের হলরুমে আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে।

 

অগ্রগ্রাহীর সভাপতি আছরার হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সামিতের সঞ্চালনায় অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, চট্টগ্রাম মডেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হামিদ সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, আইআইইউসির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক যাহেদ রহমান, চুনতী ডটকম সমন্বয়ক কাজী আরিফুল ইসলাম, প্রিয় সাতকানিয়া-লোহাগাড়া সম্পাদক আরফাত হোসাইন বিপ্লব, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিনসহ চুনতীর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।

 

অতিথিরা তাদের বক্তব্যে জাতি গঠনের জন্য ছাত্রদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার দায়িত্ব সঠিকভাবে পালন করে সুখী, সমৃদ্ধ ও আদর্শ সমাজ বিনির্মাণ করতে অগ্রগ্রাহীর ভূমিকা আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

বক্তারা বলেন, সমৃদ্ধ ও অবক্ষয়মুক্ত সমাজ বিনির্মাণের জন্য তরুণ ছাত্রসমাজ পালন করতে পারে অনবদ্য ভূমিকা। কারণ আজকের তরুণ ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। আজকের কুঁড়িরাই আগামীর ফুল হয়ে প্রস্ফুটিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই অগ্রগ্রাহী নৈতিক মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির বিকাশে আত্মোন্নয়ন, চিন্তার বিশুদ্ধিকরণ ও বিকাশ সাধনের জন্য স্থায়ী উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভরশীল, সুখী, সমৃদ্ধ ও অবক্ষয়মুক্ত সমাজ গঠনের স্থায়ী লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্তদের, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা এবং এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অগ্রগ্রাহীর সদস্যদের সংবর্ধিত করা হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট