চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে ১০ বছর আত্মগোপনে থাকার পর সাজাপ্রাপ্ত আসামি ধরা

নিজস্ব প্রতিবেদক

৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:৫০ অপরাহ্ণ

অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমির হোসেন (৫২) ওরফে আমিরা চোরাকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আমির হোসেন নোয়াখালীর হাতিয়ার মৃত আবুল হোসেনের ছেলে।

 

শনিবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মর্কার। তিনি বলেন, হাতিয়ায় অস্ত্র আইনের একটি মামলায় আমির হোসেনের ১০ বছরের সাজা হয়। ওই মামলায় ১০ বছর পালিয়ে থাকার পর গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট