উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে চট্টগ্রামে অনুমোদিত কমিটি ব্যতীত অন্যদেরকে উদীচীর নাম-লোগো ব্যবহার করে কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, আজকের পরও যদি অনুমোদিত বৈধ কমিটি ব্যতীত অন্য কেউ কোনো কার্যক্রম পরিচালনা করে তাহলে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। সেটা আইনগত বা অন্য যে কোনো পদক্ষেপ হতে পারে।।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে অমিত রঞ্জন দে আরও বলেন, ক্রমাগত অসাংগঠনিক আচরণের দায়ে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে গত ২২ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় চট্টগ্রামের কয়েকজন সদস্যের সাধারণ সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয় যা সেইসব সদস্যকে যথাযথ পন্থায় অবহিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সকলকে জানানো হয়েছিল। চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকাসমূহে সংবাদটি প্রকাশিত হয়েছিল। চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উদীচীর কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে। ২০ জানুয়ারি ২০২২ কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে এবং ওই কমিটি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সভাপতি জসিম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশের নেতৃত্বে ২৯ সদস্যের চট্টগ্রাম জেলা সংসদ ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জামশেদ আনোয়ার তপন এবং সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোল্লা হাসিবুর রসুল মামুন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি একরামুল কবীর, সাংগঠনিক সম্পাদক আরিফ নুর, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব জহির উদ্দিন বাবর, চট্টগ্রাম জেলার সভাপতি জসিম চৌধুরী সবুজ ও সাধারণ সম্পাদক অসীম বিকাশ দাশ।
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে অমিত রঞ্জন দে বলেন, অসাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় ইতোপূর্বে চট্টগ্রামের ১১ জনের সদস্যপদ বাতিল করা হয়। তাঁরা হলেন- ডা. চন্দন দাশ, প্রবাল দে, অ্যাডভোকেট বিধান বিশ্বাস, শীলা দাশগুপ্ত, জয় সেন, ভাস্কর রায়, দীপা বিশ্বাস, অন্তরা দে, রমেন দাশগুপ্ত, সঙ্গীতা ঘোষ ও শিবু চৌধুরী।
পূর্বকোণ/আরআর/পারভেজ