চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

জুলাইয়ের চেয়ে আগস্টে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০%

মাসের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে ৭৫%

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৫৭ অপরাহ্ণ

বিগত চার বছরের মধ্যে চলতি বছরেই ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু দেখেছে চট্টগ্রাম। আক্রান্ত হয়ে এত বেশি রোগীও অতীতে হাসপাতালে ভর্তি হতে দেখা যায়নি। চলতি বছরে আক্রান্ত-মৃত্যুর দুটোই মাস হিসেবে রেকর্ড গড়েছে বিদায়ী আগাস্ট। জুলাই মাসের তুলনায় আগস্ট মাসেই মৃত্যু ও আক্রান্ত দুটোই ছিল বেশি। এরমধ্যে জুলাই মাসের চেয়ে মৃত্যুর সংখ্যা ৭৫ শতাংশ বেশি ছিল ভয়াল এ আগস্টে। আর আক্রান্তের সংখ্যা ছিল ৩০ শতাংশের বেশি। শুধু তাই নয়, মোট আক্রান্তের হিসেবে ৫২ শতাংশই ছিল এ মাসে। আর প্রায় ৫৪ শতাংশ মৃত্যু ঘটেছে আগস্ট মাসে।  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। এরমধ্যে আগস্ট মাসেই মৃত্যু হয় ২৮ জনের। যা মোট মৃত্যুর ৫৩ দশমিক ৮৩ শতাংশ। আর জুলাই মাসে মৃত্যু হয় ১৬ জনের। অর্থাৎ জুলাইয়ের চেয়ে ৭৫ শতাংশ রোগীর বেশি মৃত্যু ঘটে আগস্ট মাসে। এছাড়াও এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৭ জন। যারমধ্যে শুধুমাত্র আগস্ট মাসেই আক্রান্ত হন ৩ হাজার ১১ জন। যা মোট আক্রান্তের ৫২ দশমিক ০৩ শতাংশ। আর জুলাই মাসে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৩১১ জন। সে হিসেবে জুলাইয়ের চেয়ে আগস্ট মাসে ৩০ দশমিক ২৮ শতাংশ রোগী বেশি আক্রান্ত হয়েছেন।

তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে ৭৭ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ১২ জন, এপ্রিলে ১৮ জন, মে-তে ৫৩ জন, জুনে ২৮৩ জন, জুলাই মাসে ২ হাজার ৩১১ জন এবং আগস্ট মাসে ৩ হাজার ১১ জন আক্রান্ত হয়েছেন। আর জানুয়ারি মাসে তিনজন, জুনে ছয়জন, জুলাইয়ে ১৬ জন এবং আগস্ট মাসে ২৮ জনের মৃত্যু হয়। তবে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কোন রোগীর মৃত্যু ঘটেনি।

২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ জন : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো যায়। যাতে আগের ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করা হয়। তবে এ সময়ে কোন রোগীর মৃত্যুর খবর প্রকাশ করা হয়নি। নতুন করে আক্রান্ত হওয়াদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আটজন, সিএমএএইচ-এ পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন রোগী ভর্তি হন।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন