চট্টগ্রাম নগরীর পাথরঘাটার শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমান অভিযান পরিচালনা করে এ জরিমানা করা করেন।
চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন, যথাযথ নিবন্ধন প্রক্রিয়া অনুসরণ না করাসহ বিভিন্ন অপারাধে নিরাপদ খাদ্য আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইয়াছিনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর/এএইচ