চট্টগ্রামে নালায় পড়ে দেড় বছরের শিশু মৃত্যুর দুইদিনের ব্যবধানে ফের বাকলিয়া সৈয়দশাহ রোডের বিল্ডিং থেকে নালায় লাফিয়ে পড়ে আলিফ আহমদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ। উদ্ধারের চেষ্টায় নেমেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে পূর্বকোণ অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন চন্দনপুরা ফায়ার স্টেশনের ফায়ার কর্মকর্তা শাহিদুল ইসলাম।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার দিকে এক মাদ্রাসাছাত্র নালায় লাফ দিয়ে নিখোঁজ বলে জানতে পেরেছি। কিন্তু রাত ৮টা পর্যন্ত তার খোঁজ মেলেনি। ছাত্রটির সন্ধানে আমাদের টিম কাজ করছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ