চট্টগ্রামের বাদুরতলা থেকে ৩৯টি নাশকতা মামলার আসামি ও ডবলমুরিং এলাকায় পুলিশের উপর হামলার মূল হোতা জামায়াত নেতা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর প্রভাবশালী সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন পূর্বকোণ অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত নেতা শামসুজ্জামান হেলালীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উনচল্লিশটির বেশি নাশকতামূলক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গত ২৮ জুলাই ডবলমুরিং এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাংচুর মামলার অন্যতম প্রধান আসামি ছিল হেলালী। ভিডিও ফুটেজে দেখা যায় উক্ত ঘটনায় সে সামনে থেকে নেতৃত্ব দেয়। এছাড়াও গত ২৩ আগস্ট বন্দর থানা এলাকায় মিছিল থেকে গাড়ি ভাংচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলাসহ বাকলিয়া থানার মামলার পলাতক আসামি। সে চট্টগ্রাম মহানগর জামায়াতের সক্রিয় নেতা এবং তার নেতৃত্বেই ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর এলাকায় জামায়াতের সকল মিছিল মিটিং পরিচালিত হয়ে আসছিল।
পূর্বকোণ/জেইউ/পারভেজ