চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় এক শিশুকন্যাকে ধর্ষণের মামলায় মো. মিরাজ খলিফা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মিরাজ খলিফা ঝাল-মুড়ি ও চটপটি বিক্রেতা। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দাউদখালী ইউপির গিলাবাদ এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
রবিবার (২৭ আগস্ট) বিকেলে বন্দরের কলসী দিঘির পাড়ের পকেট গেট এলাকার মহসীন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, ‘ভিকটিমি শিশুর মা গৃহিণী। ভিকটিম একটি মাদ্রাসায় ১ম শ্রেণিতে পড়াশোনা করে। রবিবার বিকেল ৩টায় শিশুটি বালতি আনার জন্য বাসার ছাদে যাওয়ার সময় আসামি মিরাজ খলিফা শিশুটিকে ফুচকা দেয়ার কথা বলে তার বাসার ভেতরে নিয়ে যায়। সেখানে নেয়ার পর আসামি তার রুমের দরজা ভেতর থেকে আটকে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ও দেখায়।’
‘দীর্ঘ সময় ছাদ থেকে বালতি না আনায় তার মা খুঁজতে গেলে আসামির বাসার জানালার সানসিটের নিচে তার মেয়েকে কাঁপতে দেখেন। পরে শিশুটি তার মাকে সব জানায়। পরে তিনি থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।’
পূর্বকোণ/পিআর/এসি