চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

এবার আগ্রাবাদে নালায় পড়ে শিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৩ | ৬:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর উওর আগ্রাবাদের রঙ্গীপাড়ায় নালায় পড়ে এবার ইয়াছিন আরাফাত নামের দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে । রবিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কেএম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত নালায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয়।নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ।

তিনি জানান, ‘সাড়ে ৫টার দিকে নালায় পড়ে এক শিশু নিখোঁজের খবর পেয়ে সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে।’

নিখোঁজ  ইয়াছিন আরাফাত একই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত ৭ আগস্ট সকালে হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় নালায় পড়ে নিপা পালিত (১৯) নামের হাটহাজারী সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে পানিতে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার হদিস মেলেনি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন