আগামী ৪৮ ঘণ্টায় (দু’দিন) চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় চট্টগ্রামসহ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে, শুক্রবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে নগরীতে। বৃষ্টি অব্যাহত ছিল গতকাল পর্যন্ত। থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরীর কোথাও জলাবদ্ধতার খবর শোনা যায়নি। তবে সারাদিন নগরীর আকাশ মেঘে ডাকা ছিল, এসময় দেখা মেলেনি সূর্যের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৩ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয়ভাবে উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। যদিও আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা কম তবে চট্টগ্রামের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া চট্টগ্রামসহ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাতাসের দিক ও গতিবেগ: এছাড়া চট্টগ্রামে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৫ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে ২৫-৩৫ কিলোমিটার বেগে অথবা আরো অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
তাপমাত্রা: গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যাস্ত ও সূর্যোদয়: আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ৩টা ০৪ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৮টা ২৭ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৪টা ১৩ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ১০ টা ১২ মিনিটে।