নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় নিহা নামের এক সংগীতশিল্পীর বাসায় চুরির ঘটনায় মো. বাবুল ওরফে বাবলু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে হালিশহর থানার ঈদগাহ কাঁচা রাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, নিহা নামে এক সংগীতশিল্পীর পাথরঘাটার বাসায় এক মাস আগে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নিয়ে ওই এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার ঈদগাহ কাঁচা রাস্তা এলাকা থেকে বাবলু নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসা থেকে সংগীতশিল্পীর বাসা থেকে চুরি হওয়া একটি ট্যাব, একটি আইফোন ও স্বর্ণালংকার বিক্রির দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ