চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বেশি দামে পণ্য বিক্রি, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

২৪ আগস্ট, ২০২৩ | ৯:২৪ অপরাহ্ণ

বেশি দামে পণ্য বিক্রি করায় চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর চকবাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। 

তিনি জানান, দ্রব্যমূল্যের বাজারে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ সময় নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অধিক দামে পণ্য বিক্রি না করার জন্য তাদের সতর্ক করা হয়। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট