চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় জান্নাতুল ফেরদৗস (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত জান্নাতুল গোপালগঞ্জ জেলার মুজিবর রহমানের মেয়ে।
বুধবার (২৩ আগস্ট) রাত ৮টায় আমবাগানের এক্সিয়েন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম।
তিনি বলেন, ‘জান্নাতুল ফেরদৗস নামে ওই মেয়েটির একটি শালিক পাখি ছিল। পাখিটি কথাও বলতে পারতো। গত পরশু রাতে মেয়েটি শালিক পাখি নিয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর সময় শালিক পাখিটি তার গায়ের নিচে চাপা পড়ে মারা যায়। এতে মেয়েটি প্রচুর কষ্ট পায়।’
‘মেয়েটির বাবা পেশায় সিএনজি অটোরিকশা চালক ও মা গার্মেন্টেসে চাকরি করতো। গতকাল সারাদিনও মেয়েটি স্বাভাবিক ছিল। মাগরিবের পরে তার বাবা ঘরে নাস্তা এনে দিয়ে বের হয়ে যায়। ভাই-বোন একসাথে মিলে নাস্তাও করে। এরপর ছোট ভাইটা ঘর থেকে বের হয়ে গেলে ঘরের ভেতরে চালের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করে। আমরা গিয়ে লাশ উদ্ধার করে ময়ানতদেন্তর জন্য হাসপাতালে পাঠিয়েছি।’
পূর্বকোণ/পিআর/এসি