চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডাকাত চক্রের মূলহোতা চাকমা রুবেল সহযোগীসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ

বাসে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ১৭টি মামলার আসামি রবিউল ইসলাম রুবেল ওরফে চাকমা রুবেলকে সহযোগী মো. সাইফুদ্দিনসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টার সময় কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান। 

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায় চট্টগ্রাম বিআরটিসি’র ফলমন্ডির বিভিন্ন ব্যবসায়ী, চলাচলরত পথচারী ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা জিম্মি করে ছিনতাইসহ ডাকাতি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় পেনাল কোড অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট