চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩ | ১০:০৭ অপরাহ্ণ

পেঁয়াজের অস্বাভাবিক দামের কারণ উদঘাটনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বুধবার অভিযানের প্রথমদিনে চট্টগ্রাম নগরে পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় মূল্যের অসঙ্গতিসহ নানা অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

এদিন পেঁয়াজের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

 

তিনি বলেন, পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ তদারকি করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ নানা অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযুক্ত একজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এসময় তিন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট