চট্টগ্রামে ব্যবসায়ীকে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জসীম উদ্দিন নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল জজ জহিরুল কবির এ আদেশ দেন।
জসীম আনোয়ারা উপজেলার মধ্য শিলাইগড়া এলাকার কবির আহম্মদের ছেলে। তিনি দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার আনোয়ারা উপজেলা প্রতিনিধি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সাইবার ট্রাইব্যুনাল পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন আসামি জসীম। সেই জামিনের মেয়াদ শেষে গতকাল আবার তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
মামলার নথি থেকে জানা যায়, মামলার বাদী হাফেজ আব্দুল মান্নান একজন মৎস্য ব্যবসায়ী। তাঁকে জড়িয়ে ২০২২ সালের ১২ মার্চ থেকে অনেক দিন ফেসবুকে নানা ধরনের কুরুচিপূর্ণ তথ্য ছড়ান জসীম। এ ঘটনায় একই বছরের ৩ এপ্রিল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যবসায়ী মান্নান।
পূর্বকোণ/আরআর/পারভেজ