অধিক দামে ডিম বিক্রির দায়ে ৩ পাইকারি বিক্রেতাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) পাহাড়তলি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং আব্দুল্লাহ আল মামুন।
ম্যাজিস্ট্রেটবৃন্দ জানান যে, সম্প্রতি ডিমের দাম বৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার ডিমের পাইকারি দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, বেশির ভাগ ডিমের দোকানে বিক্রয় রশিদ প্রদান করা হচ্ছে না। কিছু বড় দোকান রশিদ প্রদান করলেও সেখানে রয়েছে শুভংকরের ফাঁকি। দোকানের মূল্য তালিকায় যে দাম লিখে রাখছে তা থেকে বেশি দামে ডিম বিক্রয় করছে। কারো কারো বিক্রয় রশিদে এটার প্রমাণ মিলছে, আবার অনেকে বিক্রয় রশিদই দিচ্ছে না। এসময় অধিক মূল্যে ডিম বিক্রির দায়ে পাহাড়তলি বাজারের মেসার্স শাহজাহান স্টোর, জান্নাত পোল্ট্রি এবং আল-আমিন স্টোরকে মোট ৩ মামলায় ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ