চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

‘আগস্টের ঘাতক দালালদের প্রতিরোধ করতে পারলেই দেশ এগিয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক 

২২ আগস্ট, ২০২৩ | ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করীম চৌধুরী বলেছেন, “আগস্টের ঘাতক-দালালদের প্রতিরোধ করতে পারলেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব হবে। ৭১ এর ঘাতক-দালালেরা পরাজয়ের প্রতিশোধ নিতেই ’৭৫ এর ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের নারকীয় হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। তাই মানবাধিকারের সবক দেয়া আমেরিকা একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে স্ব-পরিবারে হত্যাকারীদের বিভিন্ন অজুহাতে আশ্রয়-প্রশ্রয় দেয়। গণতন্ত্রের সুতিকাগার পরিচয় দেয়া ব্রিটেন আশ্রয় দেয় ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যাকারী দন্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়াকে। আর তাদের এদেশীয় দালালেরা গণতন্ত্র-ভোটাধিকারের আড়ালে এসব খুনীদের পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে নাকি কান্নায় বুক চাপড়ে ইনিয়ে বিনিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করে চলেছে। তাদের প্রতিরোধ করতে না পারলে দেশ আবার বাংলা ভাই আর সিরিজ বোমা হামলার যুগে ফিরে যাবে।” 

 

সোমবার বিকেল চারটায় নগরীর ইপিজেড চত্বরে আগস্টের ঘাতক-দালাল প্রতিরোধ মঞ্চের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগস্ট এর ঘাতক–দালাল প্রতিরোধ মঞ্চের আহবায়ক ও ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. লোকমান ও জাহিদ হোসেন খোকনের সঞ্চালনায় এই প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ লতিফ বলেন, “তলাবিহীন ঝুড়িকে উন্নয়নশীল দেশে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকের চক্ষু শূলে পরিণত হয়েছেন। এখন আর বাংলাদেশকে গরীবের বৌ-সবার ভাবীর মতো ব্যবহার করা যায় না। বংগোপসাগরের বিলিয়ন ডলারের ব্লু-ইকোনমি ও স্ট্র্যাটেজি নিয়ন্ত্রণে বিশ্বের মোড়লদের একমাত্র বাধা শেখ হাসিনা। তাই তাঁকে সরানোর জন্য নানা রঙের খেলা চলছে। জনগণ যেকোন মূল্যে এই খেলা প্রতিহত করবে।”

 

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মাহাবুবুল হক মিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, ইপিজেড থানা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হারুনর রশীদ, থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, আওয়ামী লীগ নেতা সেকান্দর আজম, মন্জুর খান, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, শ্রমিক নেতা আবদুল মতিন মাস্টার, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, আনিফুর রহমান লিটু, রঞ্জিত কুমার শীল, আবদুল মান্নান, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লা, ইসমাঈল, ইকবাল হোসেন রাজু, ইয়াসিন আরাফাত, আবু নাসের জুয়েল, ফারুক হোসেন সুমন, কাজী আরিফ, মাহামুদুর রহমান বাপ্পি, তানভীর হাসান, মনির উদ্দিন রুবেল, বশির সরকার, আলমগীর, সাজিবুল ইসলাম সজীব, জাহিদ হোসেন, মহিম ইসলাম মহিম, কাউসার রাজু, অপু সরকার, ওসমান গনি, মিজান, আবদুল আওয়াল, জাহেদ, রাশেদ, আরমান, বাপ্পি, মিজান, আলাউদ্দিন, এরশাদ, রকি দাশ, রায়হান, রুবেল, রোকন উদ্দিন, সোহেল, আবদুস সালাম, মাসুম, সৈয়দ ফাহিম, আকবর জুয়েল, মাকসুদুর রহমান, আবিদ হাসান, রাশেদ, জসিমউদদীন জনি, আসরাফুল, ইমন,নিটু, মামুন, রাশেদ, শোয়েব, আরাফাত, জুয়েল, টিপু, মনির,আনিসুর রহমান, সুমন, সাজ্জাদ হোসেন, দেলোয়ার, মেহেদী হাসান রনি, আলী আকবর, ফাহিম, সাগর, সেলিম, নয়ন, সাজিব, মিরাজ, মোসাইন, ইশতিয়াক আকিব, ইশতিয়াক সাকিব, মাকসুদুল আলম জিকু, জনি,আলী নুর রুবেল,, মাহিম, সাদ্দাম, সাইমুন, শুভ,আরাফাত, রুবেল, রবিন, রানা, নুসরাত জাহান শাওন, প্রান্তি ভট্টাচার্য, সম্রাট,রাজেশ, গুল নাহার, রুবি আকতার, জৃুলেখা, নুর আকতার, নুর বেগম, রাজা শাহ, সজীব কান্তি দাশ, সামী, শুভ প্রমুখ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট