চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডেঙ্গুতে আক্রান্ত বাওয়া স্কুলের শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩ | ১১:২৮ পূর্বাহ্ণ

নগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। শিক্ষার্থী ছাড়াও ওই বিদ্যালয়ের ছয়জন শিক্ষকও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের কেউ কেউ এখনো চিকিৎসাধীন আবার কেউ কেউ ইতোমধ্যে সুস্থ হয়েছেন। ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এসব শিক্ষক ও শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে দাবি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।

 

অন্যদিকে, বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বিদ্যালয়ের আশপাশের নালা, ঝোঁপঝাড়ে মশার ওষুধ ছিটানো উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

বিদ্যালয়ের তথ্য মতে, প্রাত.শাখার ৬৮ জন ও দিবাশাখার ৩৯ জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ বিদ্যালয়ে পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। বিদ্যালয়ের পাশের নালা পরিষ্কার করা হয়নি। ফটকের সামনের সড়কেও পানি জমে থাকে সবসময়।

 

এ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী বলেন, বিদ্যালয়ে নিয়মিত মশক নিধনের ওষুধ ছিটানো হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে।

 

শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্তের বিষয়ে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যেসব শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে বিদ্যালয়ে ক্লাস করছে। আর কিছু শিক্ষার্থী এখনো চিকিৎসা নিচ্ছে।

 

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট