চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শাহ আমানতে স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৩ | ৫:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৯৮১ গ্রাম স্বর্ণসহ শারজাহ থেকে আসা এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম জেতাব তুষার নাগিন দাশ। তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা।

 

সোমবার (২১ আগস্ট) দুপুরে ওই যাত্রীকে আটক করেন এয়ারপোর্ট কাস্টমস, চট্টগ্রাম কাস্টম হাউস এবং শুল্ক গোয়েন্দা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-১৫২ ফ্লাইট বিজি ১৫২ আসা যাত্রীর শরীর তল্লাশি করে ৪২১ গ্রাম অলংকার এবং গেঞ্জিতে পেস্ট আকারে ৫৬০ গ্রাম লুকায়িত অবস্থায় উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট