চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলায় ভয় পায় না: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩ | ১০:৪৭ অপরাহ্ণ

বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলাকে ভয় পায় না। শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

 

আজ রবিবার (২০ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই জনগণকে তারা ভয় পায়। একের পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলে প্রেরণ করছে। আজকে ডিমের দাম, তেলের দাম, মাছের দাম, মাংসের দাম সবকিছুই জনগণের নাগালের বাইরে। তারা জনগণের মৌলিক অধিকার দিতে ব্যর্থ হয়েছে। তাই এই ব্যর্থ সরকার ক্ষমতায় থাকার আর দরকার নেই। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে বিদায় হোন।

 

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে । মানুষ অর্ধাহারে, অনাহারে জীবন যাপন করছে। ডেঙ্গুতে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী রাখার জায়গা নেই। সেদিকে সরকারের কোন নজর নেই। কারণ আওয়ামী লীগ মাফিয়া, লুটেরাদের সরকার জনগণের না।

 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, খাইরুল আলম দিপু, মুজিবুর রহমান, এড সাইদুল ইসলাম, সেলিম রেজা, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জসিম উদ্দিন রকি, এম. আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন এরশাদ।

 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, আবু নাঈম দুলাল, আকতার হোসেন, মনির শাহ, সাজ্জাদ হোসেন, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, দেলোয়ার হোসেন বাবু, শাহাদাত হোসেন সোহাগ, জাকির হোসেন, ইমরান চৌধুরী বাবলু, এমদাদুল হোসেন স্বপন, মোকলেছুর রহমান, আব্দুল মান্নান, মো. হাসান, তাজুল ইসলাম নয়ন, রাসেল খান, মফিজ উদ্দিন সুমন, মো. আলমগীরসহ মহানগর ও থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট