চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

১০ হাজার ইয়াবা নিয়ে মোটরসাইকেলে পালাতে গিয়ে ধরা ২ যুবক

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৩ | ৪:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (২০ আগস্ট) পৌনে ১০টায় ব্রিজঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর থানার হিঙ্গারপাড়ার মো. মধু সরকারের ছেলে মো. শাহীন সরকার (৩৫) ও ঢাকার কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. মনির হোসেন (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. মোমিনুল হাসান। তিনি জানান, সকালে পৌনে ১০টায় বিআইডব্লিউটিএ অফিসের সামনে গাড়ি চেক করার সময় একটি মোটরসাইকেলে নিয়ে আসা দুই লোককে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কৌশলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট