চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আকবরশাহে যুবককে হামলার মামলায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৩ | ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল হাসনাত বাবু নামে এক যুবক আহতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১৯ আগস্ট) আকবরশাহ থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে মামলা করে বাবুর ছোট ভাইয়ের স্ত্রী বিবি আয়েশা।

 

গ্রেপ্তাররা হল, মো. তৌহিদুল আলম বাবলু (২৮), মনির হোসেন (২৬) ও মো. আরাফাত (২৪)।

 

মামলার অন্য আসামিরা হল, মো. মানিক প্রকাশ লাল মানিক (২৭), রাকিবুল হাসান জাহিদ (২৩), দুলাল (২৪), আকাশ (২৬), মো. রুবেল (২৬), অন্তু (২৩) ও শাকিল হাসান সাগর প্রকাশ লাল সাগর (২৩)।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর পূর্বকোণ অনলাইনকে বলেন, পূর্ব শত্রুতার জেরে আবুল হাসনাত বাবু মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে মামলা হয়েছে।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

 

গতকাল পূর্ব ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে মানিকের নেতৃত্বে একদল যুবক কাইয়ুমের উপর হামলা করতে আসে। এ সময় বাধা দিতে গেলে বাবু, আজাদসহ বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে আঘাত গুরুতর হওয়ায় স্থানীয়রা বাবুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে প্রেরণ করে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট