চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

আকবরশাহে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৩ | ১১:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. বাবু নামে এক যুবক আহত হয়েছেন।

 

শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ব কলোনি বি ব্লক সংলগ্ন মধ্যম জানারখীল এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, তিনদিন আগে মধ্যম জানারখীল রেললাইন এলাকায় মানিক ও কাইয়ুম নামের দুই যুবকের কথাকাটাকাটি হয়। এর সূত্র ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। 

 

পূর্বের ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে মানিকের নেতৃত্বে একদল যুবক কাইয়ুমের উপর হামলা করতে আসে। এ সময় বাধা দিতে গেলে বাবু, আজাদসহ বেশ কয়েকজন আহত হয়। এরমধ্যে আঘাত গুরুতর হওয়ায় স্থানীয়রা বাবুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে প্রেরণ করে।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রাকিব বলেন, মানিকের নেতৃত্বে খালেদ ইবনে রাকিব, মিজানুর রহমান মুন্না, মো. হারুন, লাল সাগর, ফরহাদ, আকাশ রিয়াদ, শাহ আল মোমিন, আসিফ, বাপ্পি , রুবেল, বাবলু , দুলালসহ ১৫-২০ জনের একদল সশস্ত্র যুবক মধ্যম জানারখীল রেললাইন সংলগ্ন এলাকায় হামলা করে। এ সময় তারা বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে এবং দোকানপাটে ভাঙচুর চালায়।

 

আকবরশাহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন বলেন, দু’জনের পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট