চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের জাতীয় শোক দিবস পালন

বিজ্ঞপ্তি

১৮ আগস্ট, ২০২৩ | ৫:৩২ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ। কলেজ মিলনায়তনে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগ নেত্রী মেহেরুন্নেসা খানম।

 

কলেজ ছাত্রলীগ নেত্রী তাসপ্রিয়া তাউসিন ভুঁইয়া ও মো. রিমন রিয়াজের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কারিমা বেগম, বিজলী, মোহাম্মদ মইন উদ্দিন, ইমতিয়াজ, সাখাওয়াত হোসেন, রেশমা, জিলানী, প্রান্ত, সোহেল, জাফর, ইলিয়াস ফারুক, মো. সরোয়ার প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, জাতীয় শোক দিবস পালন তখনই অর্থবহ হবে, যখন আমরা বঙ্গবন্ধুর জীবন সংগ্রামকে উপলব্ধি করব, তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কাজে আন্তরিকভাবে তৎপর হব। পাশাপাশি এখনো যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে ও সমুচিত জবাব দিতে হবে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট