চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮৪

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত মমতাজ বেগম নামে ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৪ রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

ডেঙ্গুতে মারা যাওয়া মমতাজ বেগম নগরের কোতোয়ালী এলাকার বাসিন্দা। তিনি গত ৯ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৬ আগস্ট তিনি মারা যান। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৮৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৭ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৯ জন।  

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট