চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হলো। পাশাপাশি বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ২৯৫ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে মোজাহের মাওলা (৪০) নামে আরও একজন মারা গেছেন। তিনি নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তার মৃত্যু হয়।
আজকের প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬৩ এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৪৬ জন রোগী।
পূর্বকোণ/আরআর/পারভেজ