চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩ | ৮:০২ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার। বুধবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত চলমান পৃথক অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন- মো. নাঈম উদ্দিন প্রকাশ জিতু (২৫), মো. রমিজ উদ্দিন খান প্রকাশ চিশতী (২৫) এবং মো.তৌহিদুল ইসলাম (৩০)।

ওসি খাইরুল ইসলাম বলেন, এক কিশোর থেকে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ২৪২০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ                                         

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট