চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শোকদিবসে ইপিজেড ও দক্ষিণ হালিশহর আ. লীগের চাল বিতরণ

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট, ২০২৩ | ৮:৪৮ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা আওয়ামী লীগ এবং দক্ষিণ হালিশহর ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কোরান খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও দু:স্থদের মাঝে চাল বিতরণ করা হয়।

ইপিজেড থানা আওয়ামী লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবদুর রউফের সঞ্চালায় এতে প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ।

সভায় বক্তব্য রাখেন ইপিজেড থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আফজল, ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর হাজী মো. আসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর জিয়াউল হক সুমন, এটিএম শামশুল আলম, আকতার হামিদ, মাহবুবুল হক হিরু, এম ফছিউল আলম, সেলিম রেজা, ডা. হোসেন আহমদ, রুমানা আকতার, মো. ইলিয়াছ, মো. হারুনুর রশীদ, লোকমান হাকিম, জাবের হোসেন, আকতারুজ্জামান বাবুল, ইফতেখার আলম ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে ১ হাজার দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট