চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা দাদি-নাতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩ | ৮:১৪ অপরাহ্ণ

কর্ণফুলী থানা এলাকা থেকে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল।

গ্রেপ্তাররা হলেন : কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের হরিশ চন্দ্র শীলের ছেলে আশীষ কুমার শীল (২১) এবং তার দাদি একই ক্যাম্পের মৃত অরুণ শীলের স্ত্রী বিপুলা শীল (৬০)। 

সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, রোববার রাত ৮টার দিকে শাহ আমানত সেতু টোলপ্লাজা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌদিয়া অ্যারো নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ১৩ হাজার ইয়াবা ইদ্ধার করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট