চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

৪ দিন বাড়ল সিআরবি শিরীষতলার বৃক্ষমেলা

১৪ আগস্ট, ২০২৩ | ২:৫১ অপরাহ্ণ

চারদিন বাড়লো সিআরবির শিরীষতলায় চলমান পক্ষকালব্যাপী বৃক্ষমেলা। বৈরী আবহাওয়ার কারণে মেলায় আশানুরূপ লোক সমাগম না হওয়ায় এবং দর্শনার্থীদের অনুরোধে মেলার সময় বাড়ানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গত ৩১ জুলাই এ মেলা শুরু হয়। আজ মেলা শেষ হওয়ার কথা থাকলেও চারদিন বাড়ানোয় আগামী শুক্রবার (১৮ আগস্ট) এ বৃক্ষমেলা শেষ হবে।

উল্লেখ্য, বৃক্ষমেলায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ৭০টি নার্সারি এই মেলায় দেশি বিদেশি ফলদ ও বনজ সকল ধরনের গাছের সমারোহ নিয়ে মেলায় অংশ নিয়েছে।  মেলা চালু থাকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট