চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রিফাতকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার রিফাত কক্সবাজারের চকরিয়া উপজেলার দরবেশকাটা এলাকার মো. বাবুলের ছেলে।

 

রবিবার (১৩ আগস্ট) নগরীর হালিশহর থানার ঈদগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ২০২০ সালে ২০ নভেম্বর কর্ণফুলী থানা এলাকা থেকে রিফাতকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার বিরুদ্ধে সংস্থাটির একজন কর্মকর্তা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় জামিনে গিয়ে পলাতক হন আসামি রিফাত। এ অবস্থায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন আদালত।

 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রিফাতকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। একপর্যায়ে গতকাল রবিবার তাকে নগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট