চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডেঙ্গুতে চট্টগ্রামে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩ | ৬:৫৭ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ইলিয়াছ নামে দেড় বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গতকাল ১২ আগস্ট সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশুটি ভর্তি করা হয়। রবিবার (১৩ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১০ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

উল্লেখ্য,  ২০২৩ সালে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫৩ ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে চলতি আগস্ট মাসে পাওয়া যায় ১ হাজার ২৭৭ জন। চলতি বছর এখন পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছে ৮ জন।  

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট