চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা এলাকার একটি বাসা থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ১০টায় মধ্যম গোসাইলডাঙ্গা নবী কলোনি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সেলিম (৩৫), মো. মাহফুজ (৩১), মো. ইউসুফ (২৮), মো. নাসির উদ্দিন (৩৫), মো. ফরহাদ (২৭), মো. জসিম উদ্দিন (৩৫), মো. আজিজ (২৭), মো. বাবু (৩০), মো. কবির (২৮) ও সৌরভ (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম গোসাইলডাঙ্গা নবী কলোনি এলাকার একটি ভবনের পঞ্চম তলার একটি বাসায় জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বান্ডিল তাস ও নগদ ২৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ