চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দক্ষিণ হালিশহরে ২’শ পরিবারকে খাদ্য সহায়তা

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২৩ | ৩:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও গরীব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ২০০ পরিবারকে দেওয়া হয় এ খাদ্য সহায়তা। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল ও ২ কেজি করে আলু দেওয়া হয়েছে।

 

খাদ্য সহায়তা প্রদানকালে ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে একটি পরিবারও যেমন গৃহহীন থাকবে না, তেমনি একটি পরিবারও খাদ্যাভাবে অনহারে দিনযাপন করবে না। তারই ধারাবাহিকতায় এ খাদ্য সহায়তা। অভুক্ত পরিবারের জন্য এ সহায়তা বাড়ানোরও নির্দেশ রয়েছে।’

 

এদিকে, খাদ্য সহায়তা পেয়ে আনন্দিত জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো।

 

এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর শাহানুর বেগম শানু, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক সেলিম আফজল, যুগ্ম সম্পাদক সেলিম রেজা ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লোকমান হাকিম ও ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজের এজিএস জুবায়েদ খলিল দিপু।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট