চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে অপহৃত কিশোরী উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় অপহরণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ফটিকছড়ি থানার হাইদচকিয়া এলাকার মাহাবুল আলমের ছেলে মিনহাজুল আলম রাহী (১৯) ও মিরাজুল আলম (৩৩)।

 

শুক্রবার (১১ আগস্ট) খুলশী থানাধীন জিইসি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, অপহৃত কিশোরী ফটিকছড়ির একটি স্কুল থেকে এসএসসি পাশ করেছে। বখাটে মিনহাজের সঙ্গে তার ফোনে পরিচয় হয়। বিষয়টি ওই কিশোরীর পরিবার ছেলেটির পরিবারকে অবগত করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ৯ আগস্ট মেয়েটি ভোরে বাড়ির পেছনে ফুল তুলতে গেলে মিনহাজ দুই তিনজন সহযোগীর সহযোগিতায় মেয়েটিকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মেয়েকে উদ্ধারের জন্য কিশোরীর মা র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন জিইসি মোড় এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট