চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শাহ আমানত বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রাসহ মোহাম্মদ সোহেল নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

 

শুক্রবার (১১ আগস্ট) রাতে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলার সমতুল্য বিদেশি মুদ্রাসহ এনএসআই ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে তাকে আটক করে।

 

আটক মোহাম্মদ সোহেল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। 

 

শুল্ক গোয়েন্দা ‍সূত্রে জানা গেছে, আইনগত প্রক্রিয়া শেষে ওই যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানিলন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট