চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

‘প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায়’ চট্টগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা

রাউজান সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৩ | ১১:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে বোনের বাসায় আত্মহত্যা করেছে আশরাফ হোসেন জোবাইর (২৪) নামে এক কলেজছাত্র। তার বাড়ি রাউজানে। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় ২ নম্বর গেট এলাকায় বোনের বাসায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

জোবায়ের রাউজানের ডাবুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হযরত গোলাম আলী ফকির বাড়ির সৌদি প্রবাসী মোহাম্মদ হারুনের একমাত্র ছেলে। সে দীর্ঘদিন থেকে সেখানে নগরীতে বোনের বাসায় থেকে একটি কলেজে লেখাপড়া করে আসছে।

সহপাঠীরা জানায়, দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেম করে আসছে জোবাইর। কিছুদিন আগে সেই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আবেগে সে আত্মহত্যা করে।

এলাকার লোকজন জানান, তার আত্মহত্যার কথা শুনে এলাকার লোকজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউপি সদস্য মো. বাদশা জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা।

পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট